raihan joy

HTML কি?

HTML কি?
এইচটিএমএল হল একটি এর মার্কআপ ল্যাংগুয়েজ। HTML এর পূর্ণরুপ হচ্ছে (Hypertext Markup Langyage)- এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ/ভাষা নয়। এটি কতগুলো Tag এর সমণ্বয়ে গঠিত, অথ্যাৎ একটি ফাইলে সুনির্দিষ্টভাবে সাজানো বিশেষ কিছু মার্কআপ,সিম্বল/চিহ্নের সেট থাকে যার কাজ হলো ব্রাউজারের মাধ্যমে একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ কোথায় কিভাবে প্রদর্শণ করা হবে, কোন ইফেক্ট কোথায় শুরু হবে ও কোথায় শেষ হবে সেটার নির্দেশ দেয়া।
যেমন:,
<html>
<head>
Bangladesh
</Head>
</html>

সাধারনত ওয়েব পেজ  বলতে HTML ডকুমেন্টকে বোঝায়। আর ব্রাউজার ব্যবহার করে ওয়েব পেজ দেখা যাবে কিন্তু html tag দেখা যাবে না।


প্রোগ্রাম লেখার সিস্টেম
যেহেতু প্রোগ্রাম লেখার জন্য এডিটর ব্যবহার করে কোডিং করতে হয়, সেহেতু HTML এ প্রোগ্রাম লেখার জন্য এডিটর ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে এডিটর হিসেবে notepad ব্যবহার করা যেতে পারে এবং বাড়তি সুবিধা পাবার জন্য এডিটর হিসেবে Dreamweaver এবং Notepad++ ব্যবহার করা যায়। HTML এ লেখা প্রোগ্রাম .html এক্সটেনশন যেমন index.html দ্বারা Save করে যেকোন ব্রাউজার দ্বারা দেখা যাবে।
যেমন:- notepad ব্যবহার করে,