raihan joy

মেমোরী...

মেমোরী বা স্মৃতি(Memory):-
ইনপুট ডিভাইসের মাধ্যমে আসা তথ্যগুলো প্রথমে জমা হয় সিপিইউ’র অস্থায়ী স্মৃতিতে বা মেমোরীতে।
মানুষের মত কম্পিউটারেরও মেমোরী বা স্মৃতি রয়েছে।কম্পিউটার এর স্মৃতি ২ প্রকার। যথাঃ
১. প্রধান স্মৃতি(Main Memory)
২. সহায়ক স্মৃতি(Auxiliary Memory)

প্রধান স্মৃতি(Main Memory):- 
সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত কম্পিউটারের আভ্যন্তরীম স্মৃতিকে প্রধান স্মৃতি বলা হয়।ইনপুট ডিভাইসের মাধ্যমে আগত উপাত্ত প্রধান স্মৃতিতে প্রক্রিয়াকরণের জন্য অবস্থান করে। যতক্ষণ প্রক্রিয়াকরণের কাজ চলে ততক্ষণই সেই উপাত্তগুলো প্রধান স্মৃতিতেই অবস্থান করে।

সহায়ক স্মৃতি(Auxiliary):- 
 ইনপুটকৃত তথ্যসমূহ প্রক্রিয়াকরণের পর প্রক্রিয়াজত তথ্যসমূহ সংরক্ষণের জন্যে কম্পিউটারের যে স্মৃতি ব্যবহৃত হয় তাকে সহায়ক স্মৃতি বলে।সহায়ক স্মৃতির সঞ্চয়ক্ষমতা প্রধান স্মৃতির চেয়ে অনেকগুণ বেশি।প্রয়োজনে এর ধারণক্ষমতা হ্রাস-বৃদ্ধি করা যেতে পারে।তবে প্রধান স্মৃতির তুলনায় সহায়ক স্মৃতির কার্যপদ্ধতি ধীর গতিসম্পন্ন। কম্পিউটারের  কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে সাধারণত প্রধান স্মৃতির ম্যাধ্যমে প্রয়োজনীয় কার্যাবলি সম্পাদিত হয়ে সহায়ক স্মৃতিতে তা সংরক্ষিত হয়।

সহায়ক স্মৃতির উদাহরণ:- ফ্লপি ডিস্ক, ফ্ল্যাশ ডিস্ক, হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, চৌম্বক ড্রাম, চৌম্বক টেপ, পেন ড্রাইভ ইত্যাদি।



কম্পিউটারের বৈশিষ্ট্য(Characteristic of Computer):-
এখন কম্পিউটারের উল্লেখযোগ্য সব বৈশিষ্ঠ্য নিয়ে আলোচনা করা হবে। আমরা জানি কম্পিউটার একটি ইলেকক্ট্রনিক যন্ত্র অর্থ্যাৎ বিদ্যুতের সাহায্যে চলে।ইলেকক্ট্রনিক আরো অনেক যন্ত্র আছে।কিন্তু কিছু কিছু বৈশিষ্ঠ্য আছে যা কম্পিউটারকে অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে আলাদা করেছে। এমন উল্লেখযোগ্য ১০ টি বৈশিষ্ঠ্য হলোঃ

১. দ্রুতগতি(High Speed)
২. নির্ভুলতা(Correctness)
৩. সূক্ষতা(Accuracy)
৪. বিশ্বাসযোগ্যতা(Reliability)
৫. ক্লান্তিহীনতা(Diligence)
৬. স্মৃতিশক্তি(Memory)
৭. স্বয়ংক্রিয়তা(Automation)
৮. যুক্তিসঙ্গত সিদ্ধান্ত(Logical Decision)
৯. বহুমুখিতা(Versatility)
১০. অসীম জীবনীশক্তি(Endless Life)

উল্লিখিত বৈশিষ্ট্যগুলোর কারণেই উন্নত বিশ্বের দেশগুলোর উন্নয়নের পিছনে কম্পিউটারের ভূমিকাকে সব থেকে উল্লেখযোগ্য বলে মনে করা হয়। উন্নত দেশগুলোর পাশাপাশি আমাদের দেশের মত উন্নয়নশীল দেশগুলোতেও বর্তমানে কম্পিউটারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।